Ridge Bangla

২৫৯টি বিশেষ অভিযানে ডিএমপি গ্রেপ্তার করল ১১ হাজারের বেশি আসামি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান ও সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে গত ছয় মাসে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৫ হাজার ৫৫৮টি মামলা দ্রুত নিষ্পত্তি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ হাজার ৭৭১ জনকে কারাদণ্ড ও মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অনাদায়ে এই অর্থদণ্ডের জন্য ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, ট্রাফিক সংক্রান্ত আইনভঙ্গ ও রাস্তায় অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল। মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত বিচার পাচ্ছেন। এর ফলে নগরীতে আইনশৃঙ্খলা আরও সুদৃঢ় হচ্ছে।”

ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও অপরাধ দমনে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। এছাড়া অপরাধ দমনে বিশেষ অভিযানগুলো অব্যাহত রাখার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই কার্যক্রম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃত।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন