Ridge Bangla

২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ২৫৫ কোটি টাকা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনেই দেশে এসেছে প্রায় ২৭ হাজার ২৫৫ কোটি টাকার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রবাসীরা এ সময়ে পাঠিয়েছেন ২.২৩ বিলিয়ন মার্কিন ডলার বা ২২৩ কোটি ৪০ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ তিন বিলিয়ন ডলার ছুঁতে পারে বলে ধারণা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানান, ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় আগের বছরের তুলনায় বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এবার অতিরিক্ত এসেছে ৩২ কোটি ৫০ লাখ ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৭১৩ কোটি ৪০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৬০৪ কোটি ৫০ লাখ ডলার। ফলে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ শতাংশে। এদিকে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা পাঠান ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আগস্টে আসে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা।

প্রসঙ্গত, গত অর্থবছর ২০২৪-২৫ এ সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল মার্চ মাসে ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এ ইতিবাচক প্রবণতা বজায় থাকলে অর্থনীতির বৈদেশিক মুদ্রা ভাণ্ডার আরও শক্তিশালী হবে এবং চলতি হিসাব ঘাটতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন