Ridge Bangla

২৪ দফার ইশতেহার ঘোষণা করল এনসিপি

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার পাঠ করেন।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার ওপর জোর দেন। তারা স্পষ্টভাবে জানান, আওয়ামী লীগের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রকাঠামোর শুদ্ধি না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শীর্ষ নেতারা।

নাহিদ ইসলাম তার বক্তৃতায় ‘সেকেন্ড রিপাবলিক’-এর ২৪ দফার রূপরেখা তুলে ধরে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে এবং সেই আন্দোলনে সংঘটিত শহীদদের ত্যাগকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।”

তিনি আরও জানান, জুলাইয়ের গণহত্যা, শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে।

নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের আন্দোলন শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, এটি স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

এনসিপির আহ্বায়ক আরও বলেন, “যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের রক্ত বৃথা যাবে না। আমরা ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেই ত্যাগের মূল্যায়ন করব।”

সমাবেশে উপস্থিত নেতারা জানান, এনসিপির ঘোষিত ২৪ দফা ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন