Ridge Bangla

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১৪ জনের মৃত্যু: তদন্তে পুলিশ

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে কেউ পিটুনি, সংঘর্ষ, ছুরিকাঘাত, কিংবা কেউ পানিতে ডুবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ও আত্মহত্যার দ্বারা মৃত্যু শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, মৃতদের মধ্যে রয়েছে সাংবাদিক, ব্যবসায়ী, বৃদ্ধ ও যুবক। রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে মার্কিন নাগরিক জ্যাকসন (৫০) মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক।

খুলনার খান জাহান আলী সেতুর নিচ থেকে দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ওয়াহেদ-উজ-জামান বুলুর (৬০) মরদেহ উদ্ধার করা হয়। বুলুর মরদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। বুলুর স্ত্রীও কয়েক মাস আগে নিখোঁজ হন।

কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ড থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন লুৎফা বেগম (৭০) ও শিল্পী আক্তার (৪০)। এছাড়াও মাদক-সংক্রান্ত বিরোধে কাঁটাবিল এলাকায় এক যুবকও হত্যার শিকার হয়েছেন।

নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নবীর আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। রাজশাহীর সিংড়ায় এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। চট্টগ্রামে পূর্ব শত্রুতার কারণে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ও শ্রীনগরে নদী ও কলাবাগান থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। এছাড়াও দিনাজপুরে বিরল উপজেলার ৭৮ বছর বয়সী বৃদ্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে নিহতদের মৃত্যু নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। বিভিন্ন ক্ষেত্রে ময়নাতদন্ত ও তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন