Ridge Bangla

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫১০ জন

দেশে ডেঙ্গু আক্রান্তের হার আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১০ জন। শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে নতুন করে ৫১০ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮০ জনে। একই সময় পর্যন্ত ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছে ২৪৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশের হাসপাতালগুলোতে নতুন ভর্তি হওয়া ৫১০ জনের মধ্যে অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। বিভাগওয়ারি হিসেবে বরিশালে ভর্তি হয়েছেন ৪২৬ জন, চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ১৮৬ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ১৮৭ জন, রংপুরে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১২ জন।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারাদেশে ৫৮ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে অনেকেই ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন