Ridge Bangla

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলা পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম বা দলীয় পদ-পদবি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ডিসি তালেবুর রহমান বলেন, “রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।”

এর আগে গত শনিবার একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গণঅভ্যুত্থান চলাকালীন সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান চলছে।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তি ক্ষতিসাধনের একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

এদিকে, সাম্প্রতিক সময়ে রাজধানীতে অভিযান বাড়িয়েছে ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের ব্যাপক তল্লাশি চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন