Ridge Bangla

২১ মামলার আসামি যুবলীগ নেতা আমিনুল ইসলাম গ্রেপ্তার

একাধিক মামলায় আসামি সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে ঢাকার গুলশান এলাকা থেকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গুলশান এলাকায় গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল লতিফ মন্ডলের পুত্র। তিনি সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। পাশাপাশি তিনি ঢাকা-উত্তরবঙ্গ রুটে শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা ৯টি মামাসহ মোট ২১টিরও বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, সংঘর্ষ, বিস্ফোরকদ্রব্য ব্যবহার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাও।

তিনি আরও জানান, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নেয়ার প্রক্রিয়া চলমান।

আরো পড়ুন