Ridge Bangla

২০ আগস্টের মধ্যে জুলাই সনদে মত দেবে বিএনপি

জুলাই সনদের বিষয়ে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের চূড়ান্ত মতামত জানাবে বিএনপি। রোববার (১৭ আগস্ট) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জুলাই সনদের খসড়ায় কিছু বিষয় যথাযথভাবে উপস্থাপিত হয়নি এবং কিছু ক্ষেত্রে অসামঞ্জস্য রয়ে গেছে। দলীয় পর্যায়ে খসড়া পর্যালোচনা চলছে। সব দিক খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি আনুষ্ঠানিক মতামত জানাবে।

এর আগে গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের সমন্বিত খসড়া পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। খসড়ায় বলা হয়, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে এই সনদের বিধান বা প্রস্তাবের দ্বন্দ্ব থাকলে সনদের বিধানই প্রাধান্য পাবে। এতে আরও উল্লেখ করা হয়, সনদের বৈধতা, প্রয়োজনো কিংবা জারির কর্তৃত্ব নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। খসড়ায় রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কারের নানা প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশন জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও সংগঠন পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব বিষয়ে একমত হলেও সব দল সব প্রস্তাবে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। কোনো কোনো দল নির্দিষ্ট কিছু সুপারিশে আপত্তিও জানিয়েছে। রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা চলছে। বিএনপির পক্ষ থেকে ২০ আগস্টের মধ্যে আনুষ্ঠানিক মতামত জানানো হলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন