Ridge Bangla

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার ২০২২ সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছিল। এবার তারা নজর দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর—অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের দিকে। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে কাতার অলিম্পিক কমিটি (কিউওসি)।

মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল–থানি বলেন, “২০৩৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য কিউওসি আনুষ্ঠানিক বিড জমা দিয়েছে। এটি কাতারের ক্রীড়াঙ্গনের আরেকটি মাইলফলক।”

তিনি জানান, জ্বালানি–নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্য দিতে কাতার বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনে আগ্রহী। যদি বিডে কাতার সফল হয়, তবে এটি হবে প্রথমবারের মতো কোনো আরব দেশ অলিম্পিক গেমস আয়োজনের গৌরব অর্জন করল।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করে কাতার বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল অত্যাধুনিক অবকাঠামো, নিরাপত্তা ও ক্রীড়ানুরাগীদের সেবাদানে। এবার অলিম্পিক গেমসের মতো আরও বড় মঞ্চে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে তারা।

উল্লেখ্য, ২০২৪, ২০২৮ এবং ২০৩২ সালের অলিম্পিক গেমস যথাক্রমে প্যারিস, লস অ্যাঞ্জেলেস ও ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। ফলে ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সম্ভাবনা বেশি বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন