রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এবার সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ রাখা হয়েছে— প্যাকেজ-০১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-০২ (সুলভ): ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, প্যাকেজ-০৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের স্বার্থে এবার বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এ বছর তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বয়স ও স্বাস্থ্যসংক্রান্ত কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে হজযাত্রীদের সঙ্গে ৫০ বছরের নিচে একজনকে নিতে হবে। সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।
বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো এই প্যাকেজের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর হজ নিবন্ধন শুরু হবে ২৭ জুলাই এবং শেষ হবে ১২ অক্টোবর। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসলমানরা হজ পালনে যেতে পারবেন।