Ridge Bangla

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর কোনো ব্যতিক্রম বিএনপি মেনে নেবে না বলে তিনি জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এই সময় নির্ধারণ করেছেন বলেও জানান তিনি।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “যেদিন থেকে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বসে নির্বাচনের সময় ঠিক করেছেন, সেদিন থেকেই তাদের মাথা বিগড়ে গেছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস নয়। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে চাই।”

তিনি দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করুন। নেতাদেরও অনুরোধ করব, এমন কোনো কিছু করবেন না যাতে গণতন্ত্রের শত্রুরা সুযোগ পায়। যারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে, তারা আসলে দেশের মানুষেরও শত্রু।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমি ধিক্কার জানাই সেইসব তথাকথিত রাজনৈতিক নেতাদের, যারা তারেক রহমানকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করছেন। আমরা তাদের মতো অশ্লীল কথা বলব না। মনে রাখবেন, নেতাকে অশ্লীল কথা বললে তার মান ছোট হয় না, বরং যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, তারাই ছোট হয়ে যায়।”

তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করেই ছাড়বে।

আরো পড়ুন