Ridge Bangla

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশসহ ১০টি দল এই বাছাইপর্বে অংশ নেবে, যার মধ্য দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য বাকি চারটি দল নির্ধারিত হবে।

বাছাইপর্বের ম্যাচগুলো ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এবং মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হবে।

এই বাছাইপর্বে অংশ নেওয়া দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। গ্রুপ ‘বি’-তে রয়েছে স্বাগতিক নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল গ্রুপ পর্বে ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনির বিপক্ষে, ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।

গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে অংশ নেবে। এই পর্বে দলগুলো অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে ম্যাচ খেলবে। সুপার সিক্স পর্ব শেষে শীর্ষ চার দল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেবে, যা জুন-জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ দল নেদারল্যান্ডস ও থাইল্যান্ড নারী দলের বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ইতোমধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য আটটি দল নির্ধারিত হয়েছে। বাংলাদেশসহ বাকি দলগুলো বাছাইপর্বের মাধ্যমে অবশিষ্ট চারটি স্থান পূরণ করবে।

This post was viewed: 9

আরো পড়ুন