Ridge Bangla

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

২০২৪–২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৫) দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলিত হয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ সময় স্থির মূল্যে দেশের মোট জিডিপির আকার দাঁড়ায় ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১২ হাজার ৬৭০ বিলিয়ন টাকা। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গত বছর একই সময়ে প্রবৃদ্ধি ছিল ৪.৬২ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬ ও ৪.৪৮ শতাংশ। তবে তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই-মার্চ) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৮১ শতাংশ, যা আগের অর্থবছরের প্রথম তিন প্রান্তিকের গড় ৫.২৯ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম।

খাতভিত্তিক প্রবৃদ্ধির চিত্র:

  • কৃষি খাত: চলতি প্রান্তিকে প্রবৃদ্ধি ২.৪২ শতাংশ, যা আগের বছর একই সময়ে ছিল ৪.০২ শতাংশ। আগের দুই প্রান্তিকে এই খাতে প্রবৃদ্ধি ছিল ০.৭৬ ও ১.২৫ শতাংশ।

  • শিল্প খাত: তুলনামূলক ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি ৬.৯১ শতাংশ, যা আগের বছর ছিল ৪.৫৫ শতাংশ। প্রথম দুই প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ২.৪৪ ও ৭.১০ শতাংশ।

  • সেবা খাত: এ খাতের প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিকে দাঁড়ায় ৫.৮৮ শতাংশ, যা আগের বছর ছিল ৪.৩১ শতাংশ। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ছিল ২.৪১ ও ৩.৭৮ শতাংশ।

বিবিএস জানায়, শিল্প ও সেবা খাত সামগ্রিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে, যদিও কৃষি খাত এখনও দুর্বল গতিতে এগোচ্ছে। অগ্রগতির এ চিত্র অর্থনীতিতে মিশ্র বার্তা দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরো পড়ুন