Ridge Bangla

২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সবাই এইচএসসি-তে অকৃতকার্য

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৪ সালে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ছিল ৬৫টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২০২টিতে। ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ কম। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, সিলেট বোর্ডে ৫১.৮৬ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯.৪০ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ এবং বরিশালে ৬২.৫৭ শতাংশ।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ছয় লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ২,৭৯৭টি কেন্দ্রে।

পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নারে বোর্ড, রোল নম্বর ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কলেজ থেকেও ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলে লিখতে হবে: HSC (বোর্ডের প্রথম তিন অক্ষর) SPACE রোল নম্বর SPACE 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন