Ridge Bangla

২০১২ সালের মামলায় মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জনপ্রিয় বলিউড অভিনেত্রী, মডেল ও টেলিভিশন উপস্থাপিকা মালাইকা আরোরার বিরুদ্ধে ২০১২ সালের একটি মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির না হওয়ায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাইয়ের একটি আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ২০১২ সালে মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারকা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলার অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলী খান, মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখ এবং ব্যবসায়ী বিলাল আমরোহির বিরুদ্ধে।

ওই মামলায় মালাইকা আরোরাকে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তিনি তা উপেক্ষা করেন। দীর্ঘদিন ধরে সাক্ষ্য প্রদান না করায় আদালত তাকে অবহেলার দায়ে অভিযুক্ত করে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

মামলাটি নিয়ে আবারও আলোচনায় আসার পর বলিউডে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মালাইকা আরোরার আইনজীবী বা পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন