বলিউডের কিংবদন্তি অভিনেতা সঞ্জয় দত্ত ১৯৮১ সালে ‘রকি’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি সুপারস্টার বানায়। দীর্ঘ ক্যারিয়ারে ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি এবং বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত অর্জন করেছেন।
সেই ভক্তদের মধ্যে একজন নারী ছিলেন নিশা পাটেল, যিনি মৃত্যুর আগে নিজের সম্পত্তি সঞ্জয় দত্তের নামে লিখে রাখেন। সঞ্জয় জানান, ২০১৮ সালে নিশা পাটেলের মৃত্যুর পর তাঁর নামান্তরে প্রায় ১৫০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ১৯৯ কোটি) মূল্যের সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু সঞ্জয় দত্ত সম্পত্তি গ্রহণে অস্বীকৃতি জানান।
নিশা দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুর আগে আইনি প্রক্রিয়ায় সম্পত্তি সঞ্জয় দত্তের নামে হস্তান্তরের ব্যবস্থা করেছিলেন। তবে অভিনেতা আইনজীবীদের মাধ্যমে সম্পত্তি নিশার পরিবারের কাছে ফেরত দেন। তিনি শর্ত দেন, সম্পত্তি সঠিকভাবে ব্যবহৃত হবে।
সঞ্জয় দত্ত সম্প্রতি কপিল শর্মা শো-তে হাজির হয়ে এই ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি বলেন, “প্রথমে থানার ফোনে ভেবেছিলাম আবার কোনো ঝামেলায় জড়ালাম। পরে পুলিশ জানায়, একজন মহিলা মারা গেছেন এবং তাঁর সব সম্পত্তি আমার নামে লিখে রেখেছেন। আমি খোঁজ করি, দক্ষিণ মুম্বাইয়ের কয়েকটি বিল্ডিংসহ সম্পত্তির মূল্য প্রায় ১৫০ কোটি রুপি। আমি বলি, আমি ওই মহিলাকে চিনি না, তবে তিনি নিশ্চয়ই আমার ভক্ত ছিলেন। তবুও তার সম্পত্তির ওপর আমার কোনো অধিকার নেই।”
এদিকে সঞ্জয় দত্তকে সম্প্রতি এ. হর্ষা পরিচালিত ‘বাঘি ৪’ সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা গেছে। সিনেমাতে টাইগার শ্রফ অভিনয় করেছেন।