দীর্ঘ ১৯ বছরের বিরতির পর শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’ ফেরার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বিটিভি নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম পেজে এ ঘোষণা দিলে ভক্তদের মধ্যে আনন্দ ও স্মৃতিকাতরতা ছড়িয়ে পড়ে।
মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে প্রথম বিটিভিতে সম্প্রচার শুরু হয় নতুন কুঁড়ির। ২০০৬ সাল পর্যন্ত চলা এই অনুষ্ঠান শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গান, নাচ, অভিনয়, আবৃত্তি ও অন্যান্য শিল্পকলার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মে তরুণ প্রতিভাদের বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই শো। অসংখ্য বর্তমান শিল্পী ও বিনোদন জগতের তারকাদের ক্যারিয়ারের শুরুতে মঞ্চ হিসেবে কাজ করেছে এটি।
তবে শো পুনরায় শুরু হলেও এখনো অডিশন প্রক্রিয়া, সম্প্রচার সূচি বা ফরম্যাটে কোনো পরিবর্তন হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিটিভি। শো ফেরার খবরে ভক্ত, সাবেক প্রতিযোগী এবং সংস্কৃতিমনা মানুষরা সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
প্রথমবার ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে সম্প্রচারিত হলেও স্বাধীনতার পর বিটিভিতে এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশে পরিণত হয়। আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে ২০০৬ সালে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে পুনরায় শুরুর পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি।
দীর্ঘ বিরতির পরও নতুন কুঁড়ি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অমলিন প্রতীক হিসেবে দর্শক হৃদয়ে স্থান করে রেখেছে। এখন অপেক্ষা নতুন মৌসুম ও অডিশনের, যেখানে নতুন প্রজন্মের প্রতিভারা আবারও নিজেদের যোগ্যতা প্রদর্শন করবে।