দক্ষিণী চলচ্চিত্রের দুই সুপারস্টার রাম চরণ ও আল্লু অর্জুন, যারা বাস্তবেও কাজিন, দীর্ঘ ১৮ বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ নেই। এই বিরাট দূরত্বের পেছনে একসময়ের জনপ্রিয় নায়িকা নেহা শর্মার নাম জড়িত বলে জানা গেছে।
২০০৭ সালে রাম চরণের প্রথম ছবি ‘চিরুথা’র শুটিংয়ের সময় এই দুই তারকার মধ্যে দূরত্বের সূচনা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আল্লু অর্জুন নেহা শর্মার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তাকে জীবনসঙ্গী হিসেবে ভাবতেন। নেহা তখন দক্ষিণী সিনেমায় ক্যারিয়ার গড়ার চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে বলিউডে ‘ক্রুক’ ছবিতে অভিনয় করেন।
তবে ‘চিরুথা’র শুটিং চলাকালীন রাম চরণ ও নেহার মধ্যে ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমন গুজবও শোনা যায় তারা গোপনে বিয়ে করে মধুচন্দ্রিমায় গেছেন। এই খবর আল্লু অর্জুনের জন্য বড় ধাক্কা ছিল। তিনি মেনে নিতে পারেননি যে তার প্রেমিকা তার কাজিনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।
এর ফলে আল্লু অর্জুন নেহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং রাম চরণের সঙ্গেও কথা বলা বন্ধ করে দেন। সেই সময় থেকেই তাদের মধ্যে নীরবতা বিরাজ করছে।
রাম চরণ এক টেলিভিশন শোতে বলেছিলেন, “এ ধরনের গুজব আমার বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে। আমার স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব রয়েছে।” তিনি আরও জানান, তাঁর বর্তমান স্ত্রী উপাসনা সবসময় সত্যিটা জানতেন এবং ২০১২ সালে তাদের বিয়ে হয়।
অন্যদিকে, আল্লু অর্জুন ২০১১ সালে যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে বিয়ে করেন। এখন দেখার বিষয়, তাদের সম্পর্ক আবার স্বাভাবিক হবে কি না।