Ridge Bangla

১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটারদের নামও অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খসড়া ভোটার তালিকা প্রকাশসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্তকরণ ও হালনাগাদের অংশ হিসেবে ৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকরা নিবন্ধনের আওতায় আসবেন। এরই ধারাবাহিকতায় দাবি, আপত্তি ও সংশোধন প্রক্রিয়ার সময়সূচি চূড়ান্ত করেছে কমিশন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর। এরপর খসড়া তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে ১ নভেম্বর।

ভোটাররা ১৬ নভেম্বর পর্যন্ত খসড়া তালিকা সংশোধন, দাবি ও আপত্তির আবেদন জমা দিতে পারবেন। এ সংক্রান্ত আবেদন নিষ্পত্তির শেষ দিন ১৭ নভেম্বর। সব প্রক্রিয়া শেষে ১৮ নভেম্বর প্রকাশিত হবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে গত ৩১ জুলাই সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবারের তালিকা প্রকাশের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি আরও এক ধাপ এগোবে বলে জানিয়েছে ইসি।

কমিশনের এক কর্মকর্তা জানান, স্বচ্ছ, নির্ভুল ও হালনাগাদকৃত ভোটার তালিকা প্রস্তুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সবার আস্থা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই কাজ করছে কমিশন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫৫

আরো পড়ুন