Ridge Bangla

১৭ বিয়ে করা বন কর্মকর্তা কবির হোসেন সাময়িক বরখাস্ত

বিয়ের নামে প্রতারণা ও যৌতুকের অভিযোগে দেশজুড়ে আলোচিত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ১৭টি বিয়ের প্রাথমিক সত্যতা তদন্তে প্রমাণিত হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজেই বরখাস্তের বিষয়টি স্বীকার করেছেন কবির হোসেন। তবে কবে বরখাস্তের চিঠি হাতে পেয়েছেন সে বিষয়ে কিছু জানাতে চাননি তিনি। এর আগে চলতি বছরের ৯ এপ্রিল খুলনার খাদিজা আক্তার নামের এক নারী কবির হোসেনের বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। এরও আগে ২০১৯ সালে বাগেরহাটের মোংলার নাসরিন আক্তার দোলন একই অভিযোগে আদালতে মামলা করেছিলেন, যা এখনো বিচারাধীন।

অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। ১১ সেপ্টেম্বর যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালে সরেজমিন তদন্তে ভুক্তভোগী স্ত্রীদের, তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করেন। সেদিনই কোস্টাল সার্কেল অফিসের সামনে মানববন্ধন করে অভিযুক্ত কর্মকর্তার বিচার দাবি করেন ভুক্তভোগীরা।

তদন্তে অভিযোগের সত্যতা মেলায় কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি মঙ্গলবার বরিশাল মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন, যা তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই। চাঁদপুরের তুষপুর গ্রামের সন্তান কবির হোসেন এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটে দায়িত্ব পালন করেছেন। নারীদের প্রলোভনে ফেলে প্রতারণার অভিযোগে এর আগেও দুবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী মন্ত্রী দীপু মনির সুপারিশে চাকরিতে পুনর্বহাল হন তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন