Ridge Bangla

১৭ বছর পরও অনিশ্চয়তায় ৫৩৬ নিয়োগবঞ্চিত পুলিশ সদস্য

২০০৭ সালে দলীয় বিবেচনায় ৫৩৬ উপপরিদর্শক (এসআই) ও ২২১ সার্জেন্টের নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। ১৭ বছর পর নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন ৩৩০ জন। তাদের আবেদন যাচাই-বাছাই করে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছে। তবে ফাইলটি দীর্ঘ সময় ধরে আটকে থাকার কারণে নিয়োগবঞ্চিতরা এখনও চাকরিতে যোগ দিতে পারছেন না।

নিয়োগবঞ্চিতদের পক্ষে আব্দুল মালেক জানান, ২০০৬ সালে ক্যাডেট এসআইয়ে ২৫০টি পদের বিপরীতে ৫৩৬ জন এবং সার্জেন্ট পদে ১১৮টির বিপরীতে ২২১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। তবে পুলিশ ভেরিফিকেশন রিপোর্টের ভিত্তিতে আইজিপি তৎকালীন সময়ে নিয়োগ বাতিল করেন। হাইকোর্টে রিট করলে ১৯টি রিট ডিসচার্জ হয়। এরপর নানা প্রচেষ্টা সত্ত্বেও চাকরি ফেরত পাননি অনেকে।

গত বছরের নভেম্বর মাসে নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সুপারিশ করেন। জননিরাপত্তা বিভাগের গঠিত ছয় সদস্যের কমিটি তিনটি সুপারিশ প্রদান করে, যার মধ্যে বিশেষ ব্যাচে পুনঃনিয়োগ, বিধিমালা তৈরি এবং পূর্ববর্তী প্রক্রিয়ার পুনর্বহাল উল্লেখ ছিল। আইন মন্ত্রণালয়ও শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ অনুমোদনের মতামত দেয়।

নিয়োগবঞ্চিতরা জানান, প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় ফাইল আটকে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পুনঃনিয়োগের পক্ষে মতামত দিয়েছে, এখন প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষা।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন