Ridge Bangla

‘১৬ মাসের গর্ভবতী হয়ে বিশ্বরেকর্ড করে ফেললাম!’: গুঞ্জনে হাসলেন সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন এক প্রশ্নে—‘কবে মা হচ্ছেন?’ সম্প্রতি ঢিলেঢালা পোশাক পরে এক পার্টিতে হাজির হওয়ায় ফের গুঞ্জন শুরু হয়, তিনি নাকি অন্তঃসত্ত্বা! তবে অবশেষে নিজেই মুখ খুলে পুরো গুঞ্জনকে পরিণত করলেন হাস্যরসে।

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে সোনাক্ষী লেখেন, “মানব ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! মিডিয়ার সৌজন্যে ১৬ মাসের গর্ভবতী হিসেবে হয়তো বিশ্বরেকর্ড করে ফেলেছি!” তিনি আরও জানান, মাত্র একটি ছবিতে পেটে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন, আর সেটিই ভুল ব্যাখ্যা করে ‘ব্রেকিং নিউজ’ বানিয়ে ফেলা হয়েছে।

সোনাক্ষীর পোস্ট প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অনেক ভক্ত তার রসবোধে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন—“এমন জবাব কেবল সোনাক্ষীর পক্ষেই সম্ভব।” ইনস্টাগ্রামে তিনি দিপাবলীর সাজে তোলা কিছু ছবি ও স্বামী জাহির ইকবালের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তও ভাগ করেছেন, যা দেখে ভক্তদের সন্দেহের অবসান ঘটেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন