Ridge Bangla

১৬ বছর পর সিনেমায় পা রাখলেন সাদিয়া জাহান প্রভা

দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটক ও স্টেজ শোতে ব্যস্ত থাকা জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অবশেষে চলচ্চিত্রের জগতে পা রাখলেন। ২০০৯ সালে মনপুরা সিনেমার মাধ্যমে প্রভা চলচ্চিত্রে অভিষেকের কথা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানের সিনেমা দুই পয়সার মানুষ-এ দেখা যাবে তাকে।

২০১৬ সালে ধারাবাহিক নাটক গ্ল্যামার ওয়ার্ল্ড-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে গড়ে ওঠা প্রভা এবার চলচ্চিত্রে নতুন রূপে হাজির হবেন। সিনেমার প্রথম লটের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় লটের প্রস্তুতি চলছে। নির্মাতা ঝুমুর আসমা জুঁই জানিয়েছেন, দ্বিতীয় লটের শুটিংয়ের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমার সকল কলাকুশলীর পরিচয় তুলে ধরা হবে।

ছবিতে গুরুত্বপূর্ণ খল চরিত্রে অভিনয় করছেন প্রসিদ্ধ অভিনেতা ইন্তেখাব দিনার, আর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে। দুই পয়সার মানুষ মূলত সাধারণ মানুষের জীবনের ক্ষুদ্র ঘটনা ও সামাজিক বাস্তবতার ওপর নির্মিত। গল্পের কেন্দ্রবিন্দু একজন সাধারণ মানুষের সংগ্রাম, স্বপ্ন ও মানবিক সম্পর্কের মর্মে আবর্তিত।

সাদিয়া জাহান প্রভা বলেন, “১৬ বছর পর সিনেমায় কাজ করতে পেরে আমি উচ্ছ্বসিত। এটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং দর্শকদের কাছে ভিন্নভাবে নিজেকে উপস্থাপনের সুযোগ।” সিনেমার শুটিং এবং প্রস্তুতি চলমান থাকায় প্রভা ও সহশিল্পীরা নতুন সিনেমা নিয়ে দর্শকদের কাছে এক দৃষ্টিনন্দন গল্প উপস্থাপন করতে উদগ্রীব।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন