Ridge Bangla

১৬ বছরের দুঃশাসনের চিত্র ফুটবে জুলাই স্মৃতি জাদুঘরে

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরতে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’। চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে নির্মাণকাজ শেষ করে নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনের লক্ষ্য রয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী বলেন, “হাসিনার দুঃশাসনের ভয়াবহ চিত্র আমরা এই জাদুঘরে তুলে ধরছি। গুম, খুন, নির্যাতন, গণভবন থেকে সরাসরি দেওয়া নির্দেশ—সবকিছুর জীবন্ত প্রমাণ থাকবে এখানে। ইতোমধ্যে অনেক অডিও পাওয়া গেছে যেখানে গুম-খুনের নির্দেশ স্পষ্ট। এগুলোও জাদুঘরে প্রদর্শিত হবে।”

তিনি আরও জানান, শেখ হাসিনা কীভাবে ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে মিথ্যা সান্ত্বনা দিতেন, সেই দৃশ্যও এখানে ফুটিয়ে তোলা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই জাদুঘর দর্শনার্থীদের মনে ৫ আগস্ট গণভবনে জনতার ঢল এবং দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধের আবেগ জাগিয়ে তুলবে। এটাই জাদুঘরের মূল উদ্দেশ্য।

জাদুঘরের চিফ কিউরেটর তানজীম ওয়াহাব জানান, আইসিটি প্রসিকিউশন টিম ও গুম তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। দর্শনার্থীরা সিকোয়েন্স আকারে ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস জানতে পারবেন। এছাড়া এখানে একটি স্ক্রিনিং সেন্টার থাকবে, যেখানে জুলাই আন্দোলন ও দুঃশাসন নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সচিব মো. নজরুল ইসলাম, স্থপতি সালাউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট অনেকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন