মোবাইল ফোন চোরাচালান ও ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে নেওয়া উদ্যোগ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এনইআইআর চালুর পরও দেশে বর্তমানে ব্যবহৃত অনিবন্ধিত সকল মোবাইল ফোন ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন গ্রাহকরা। বুধবার (১০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান, ক্লোনড ফোন, বিদেশি পুরোনো মোবাইল আমদানি নিয়ন্ত্রণ, মোবাইল ছিনতাই, অনলাইন জুয়া, মোবাইল ব্যাংকিং ও এমএফএসসহ বিভিন্ন ডিজিটাল অপরাধ মোকাবিলায় এনইআইআর চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে শুল্ক ফাঁকি রোধ, বাজারে নিয়ম বহির্ভূত ফোন প্রবেশ ঠেকানো এবং ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করা হবে।
প্রাথমিকভাবে ১৬ ডিসেম্বরের মধ্যেই সব অনিবন্ধিত ফোন নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়। তবে মোবাইল বিজনেস কমিউনিটির সঙ্গে টানা তিন দিনের আলোচনার পর সময়সীমা বাড়িয়ে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই, তবে মডেল ও ফোনের বয়স সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এ বিষয়ে আমদানিকারক ও উৎপাদক সংস্থাগুলোকে যৌথভাবে সরকারের কাছে লিখিত প্রস্তাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।