ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মাণাধীন ‘রামায়ণ’। দুই পর্বে নির্মিত এ মহাকাব্যিক ছবি মুক্তি পাবে যথাক্রমে ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলিতে। শুরুতেই ছবিটি নিয়ে দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রণবীর কাপুরের রাম চরিত্র, সাই পল্লবীর সীতা, যশের রাবণ এবং সানি দেওলের হনুমান রূপ ইতিমধ্যেই দর্শকের কৌতূহল চরমে পৌঁছেছে।
১৬০০ কোটির বিশাল বাজেটের মতোই, এ সিনেমায় অংশ নেওয়া তারকাদের পারিশ্রমিকও আকাশছোঁয়া। জানা গেছে, রামের চরিত্রে অভিনয়ের জন্য রণবীর কাপুর পূর্ণ নিষ্ঠা নিয়ে কাজ করছেন। তিনি শেখাচ্ছেন তীরন্দাজি, নিচ্ছেন কঠিন শারীরিক ও মানসিক প্রস্তুতি। প্রতি পর্বে রণবীর পারিশ্রমিক নিচ্ছেন ৭৫ কোটি, দুই পর্বে মোট ১৫০ কোটি টাকা।
রাবণের চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজক হিসেবে থাকছেন যশ। তিনি প্রতি পর্বে নিচ্ছেন ৫০ কোটি টাকা, অর্থাৎ দুই পর্ব মিলিয়ে তার আয় ১০০ কোটি।
হনুমানের চরিত্রে থাকা সানি দেওল পাচ্ছেন মোট ২০ কোটি টাকা পারিশ্রমিক। তবে সীতার ভূমিকায় অভিনয় করা সাই পল্লবীর পারিশ্রমিক তুলনামূলকভাবে কম—প্রতি পর্বে ৬ কোটি, অর্থাৎ মোট ১২ কোটি টাকা।
প্রযোজক ও নির্মাতারা এই প্রজেক্ট ঘিরে অত্যন্ত আশাবাদী। বিশাল বাজেট, শক্তিশালী চরিত্র, দুর্দান্ত অভিনয়শিল্পী আর মুগ্ধকর ভিএফএক্সের সমন্বয়ে ‘রামায়ণ’ ইতিমধ্যেই হয়ে উঠেছে ভারতের অন্যতম প্রতীক্ষিত সিনেমা।