Ridge Bangla

১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

প্রায় দেড় দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ‘পররাষ্ট্র দপ্তর পরামর্শমূলক বৈঠক’ (F.O.C) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যদিও নির্দিষ্ট কোনো এজেন্ডা ঠিক করা হয়নি, উভয় পক্ষ পারস্পরিক আগ্রহের সব বিষয়েই খোলামেলা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি বৈঠক হয়েছিল ২০১০ সালে।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং এই বৈঠকে অংশ নেবেন। তিনি জানান, “ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী।” পাকিস্তান বিশেষভাবে তুলা রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে এবং আফগানিস্তান ও ইরান থেকে পণ্য প্রবেশের জন্য বাংলাদেশের সামনে বিকল্প রুট হিসেবে নিজেদের সম্ভাবনার কথা তুলে ধরেছে।

এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন