লখনউয়ে ৩৬ বছরের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী তার অফিসের ভেতর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার মাত্র ১৫ মিনিট আগে তিনি ফেসবুক লাইভে এসে তার মানসিক যন্ত্রণা ও আর্থিক সংকটের কথা জানান। তিনি জানান, তার ওপর প্রায় ১৫ কোটির ঋণের চাপ ছিল এবং বিশ্বাসঘাতকতা ও ব্যবসায়িক ব্যর্থতার কারণে তিনি একেবারে পথহারা হয়ে পড়েছিলেন।
শুক্রবার (১১ জুলাই) ওই ব্যবসায়ী ফেসবুক লাইভে কেঁদে ফেলেন এবং বলেন, “মেয়েটা ধুঁকছে, ইনসুলিনটাও কিনে দিতে পারব না, কোনো পথ নেই।” লাইভ শেষে নিজের অফিসে বসেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।
জানা গেছে, দীর্ঘদিনের ভুল সিদ্ধান্ত, ব্যবসায় ঘনিষ্ঠ সহকর্মীদের বিশ্বাসঘাতকতা ও প্রতারণায় তিনি চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছিলেন। দেনার দায় শোধ করতে গিয়ে হারিয়েছেন সর্বস্ব। ফেসবুক লাইভে তিনি বলেন, তার ছোট মেয়ের ডায়াবেটিস চিকিৎসার সামান্য টাকাও তার হাতে নেই। নিজের ব্যর্থতা, প্রতারিত হওয়ার যন্ত্রণা ও ঋণের চাপে তিনি দিশেহারা হয়ে পড়েন।
ফেসবুক লাইভে তিনি বারবার সবাইকে ক্ষমা চান এবং বলেন, “আমি আর পারছি না, ক্ষমা করে দিও।” এরপর লাইভ বন্ধ করে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন।
লখনউ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে যেখানে তিনি দেনার বোঝা এবং ব্যবসায়িক প্রতারণার কথা লিখে গেছেন। তার এই মৃত্যু এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
স্থানীয়রা বলছেন, “একজন সৎ মানুষ বিশ্বাসঘাতকতা আর আর্থিক চাপে হারিয়ে গেলেন। ব্যবসার ঝুঁকি আর মানুষের প্রতারণা এমন করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছে তাকে।”