Ridge Bangla

১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন: ঢাবি উপাচার্য

সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

তিনি বলেন, “অনেক বাধা-বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবার সহযোগিতায় সব ষড়যন্ত্র মোকাবিলা করে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”

উপাচার্য আরও বলেন, “মাত্র ৮ দিনের প্রস্তুতিতে এমন বৃহৎ আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। যে উদ্দেশ্যে জাতিসংঘ আমাদের মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেটি ছিল আমাদের নৃগোষ্ঠী ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা। এবার আমরা সেটিই সফলভাবে করেছি। এবারের শোভাযাত্রা ছিল সবচেয়ে জাকজমকপূর্ণ ও বৈচিত্র্যপূর্ণ।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অনেক মানুষের তাজা রক্তের বিনিময়ে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, আমরা সেই ধারাকে সমুন্নত রাখব।”

আরো পড়ুন