সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
তিনি বলেন, “অনেক বাধা-বিপত্তি ছিল, অযৌক্তিক প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সবার সহযোগিতায় সব ষড়যন্ত্র মোকাবিলা করে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।”
উপাচার্য আরও বলেন, “মাত্র ৮ দিনের প্রস্তুতিতে এমন বৃহৎ আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। যে উদ্দেশ্যে জাতিসংঘ আমাদের মঙ্গল শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেটি ছিল আমাদের নৃগোষ্ঠী ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা। এবার আমরা সেটিই সফলভাবে করেছি। এবারের শোভাযাত্রা ছিল সবচেয়ে জাকজমকপূর্ণ ও বৈচিত্র্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অনেক মানুষের তাজা রক্তের বিনিময়ে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, আমরা সেই ধারাকে সমুন্নত রাখব।”