Ridge Bangla

১৩০ বছরের বেশি বাঁচার স্বপ্ন দেখেন দালাই লামা

ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা আশা প্রকাশ করেছেন যে তিনি ১৩০ বছরের বেশি সময় বেঁচে থাকবেন। তার এই প্রত্যাশা আগের করা ভবিষ্যদ্বাণীর চেয়েও দুই দশক বেশি সময়ের।

শনিবার (৫ জুলাই) ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ভক্তদের আয়োজিত এক অনুষ্ঠানে দালাই লামা বলেন, “আমি এখন পর্যন্ত বৌদ্ধধর্ম এবং তিব্বতের মানুষের জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করতে পেরেছি। এখনো আশা করি, আমি ১৩০ বছরের বেশি বাঁচব।” তার এই কথায় উপস্থিত ভক্তরা হাততালি ও উল্লাসে ফেটে পড়েন।

রোববার (৬ জুলাই) তার ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভক্তরা তার দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করেন। বর্তমানে ৮৯ বছর বয়সী দালাই লামা তিব্বতি বৌদ্ধধর্মের সবচেয়ে দীর্ঘজীবী নেতা হিসেবে ইতোমধ্যেই ইতিহাসে স্থান করে নিয়েছেন।

১৯৫৯ সালে চীনের বিরুদ্ধে ব্যর্থ এক বিদ্রোহের পর দালাই লামা ভারতে আশ্রয় নেন এবং তখন থেকেই হিমাচলের ধর্মশালায় বসবাস করছেন। চীন তাকে বিচ্ছিন্নতাবাদী মনে করে এবং তার উত্তরসূরি নির্বাচনের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায়।

এদিন এক ভিডিও বার্তায় দালাই লামা বলেন, “শুধুমাত্র গ্যাডেন ফোডরাং ট্রাস্টই আমার উত্তরসূরি নিয়োগ করতে পারবে। অন্য কারও এ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।”

তিব্বতি ঐতিহ্য অনুযায়ী, দালাই লামারা মৃত্যুর পর পুনর্জন্ম নিয়ে ফিরে আসেন। তবে উত্তরাধিকার নির্বাচন ঘিরে চীন ও তিব্বতের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। এ নিয়ে চীন ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

আরো পড়ুন