বিশ্বের ১২টি দেশের জন্য নতুন শুল্কহার নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, ইতোমধ্যেই এসব শুল্ক সংক্রান্ত চূড়ান্ত চিঠিতে তিনি স্বাক্ষর করেছেন।
শনিবার (৫ জুলাই) নিউজার্সি সফরের পথে ‘এয়ারফোর্স ওয়ান’ বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি কিছু চিঠিতে স্বাক্ষর করেছি, সেগুলো সোমবার প্রকাশ করা হবে। চিঠিতে যে শুল্ক নির্ধারণ করা হয়েছে, সেগুলোই কার্যকর হবে।”
কোন কোন দেশ এই তালিকায় রয়েছে—এ প্রশ্নের উত্তরে ট্রাম্প তা খোলাসা করতে রাজি হননি। তিনি বলেন, “আপনাদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।” তিনি আরও জানান, ১২ দেশের জন্য ভিন্ন ভিন্ন শুল্কহার নির্ধারণ করা হয়েছে। কারও ক্ষেত্রে বেশি, কারও ক্ষেত্রে কম শুল্ক বসানো হয়েছে এবং কিছু ক্ষেত্রে নতুন বাণিজ্য চুক্তিও করা হয়েছে।
প্রথমে ট্রাম্প বিভিন্ন দেশের সঙ্গে আলাদাভাবে শুল্ক সংক্রান্ত আলোচনা চালানোর ঘোষণা দিলেও, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনায় বারবার ব্যর্থতার পর তিনি একতরফা শুল্ক আরোপের পথে হাঁটছেন।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেই ট্রাম্প ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন বিভিন্ন দেশের ওপর। যদিও সে সময় সিদ্ধান্তটি ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল যাতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা যায়। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। তার আগেই নতুন শুল্ক আরোপের বিষয়টি চূড়ান্ত করলেন ট্রাম্প।