Ridge Bangla

১২ দিনে প্রবাসী আয়ে প্রায় ১৩ হাজার কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রবাসী আয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে দেশে এসেছে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের সমমূল্যের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৯৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে হিসাব)।

রোববার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রবাসীদের রেমিট্যান্সে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে এবং এই ধারা চলমান থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের প্রথম ১২ দিনে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের জুলাইয়ে প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার, অর্থাৎ এক বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার প্রবৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, হুন্ডি প্রতিরোধ ও রেমিট্যান্স প্রণোদনা অব্যাহত রাখার কারণে এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। তারা আরও জানায়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সূচক।

এর আগে বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স, যা টাকায় প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

আরো পড়ুন