মাত্র ১১ বছর বয়সেই বন্ধুর সঙ্গে বোর্ডিং স্কুল থেকে পালিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই মজার অভিজ্ঞতার কথা জানিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। তবে প্রেম নয়, এ পালানোর পেছনে ছিল দাদির (নানি) অসুস্থতার খবর।
কাজল জানান, সে সময় তিনি পঞ্চগনির একটি বোর্ডিং স্কুলে পড়তেন, যা মুম্বাই থেকে পাঁচ ঘণ্টার দূরত্বে। একদিন শুনলেন, তার দাদির শরীর ভালো নয়। কিন্তু পরীক্ষার সময় হওয়ায় মা তাকে বাড়ি ফিরতে দেননি। বলা হয়েছিল ডিসেম্বরে ছুটিতে বাড়ি যেতে পারবেন।
তখনই তিনি পালানোর সিদ্ধান্ত নেন। বলেন, “আমার এক বন্ধু ছিল, সেও হোস্টেল পছন্দ করত না। তাই দুজনে পালানোর পরিকল্পনা করি। আমি স্থানীয় অভিভাবককে বলি, মা আমাকে বাড়ি ডেকেছেন। মামা পঞ্চগনিতে থাকতেন, তাই তার সাহায্যে বাসস্ট্যান্ডে পৌঁছাই।”
তবে শেষ পর্যন্ত পরিকল্পনায় ভাটা পড়ে। কাজল বলেন, “বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এমন সময় হঠাৎ নানি হাজির! কান ধরে নিয়ে আবার স্কুলে ফেরত দিলেন। আমাদের মিশন ব্যর্থ হলো।”
এই স্মৃতি আজও তার মুখে হাসি ফোটায়। কাজলের ভাষায়, “শুধু ভালোবাসা থেকেই এমন কাণ্ড করেছিলাম।”
এদিকে, কাজল অভিনীত নতুন সিনেমা ‘মা’ সম্প্রতি মুক্তি পেয়েছে। বিশাল ফুরিয়া পরিচালিত এ ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ছবিতে রণিত রায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।