কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১১ জুলাইকে ‘জুলাই আন্দোলনের প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক স্মৃতির মিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী।
আসিফ মাহমুদ বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তা সারা দেশের আন্দোলনকারীদের অনুপ্রাণিত করেছিল। ১১ জুলাই স্বৈরাচারী সরকারের সহিংসতার সূচনা হয়েছিল কুবি থেকে। এই হামলার খবর দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও বেগবান হয়।”
তিনি আরও বলেন, “আপনারা শুধু ব্লকেড সফল করেননি, বরং রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। সেই সাহসিকতার মধ্য দিয়েই আন্দোলনে নতুন শক্তি ও আশার সঞ্চার হয়।”
ঘোষণায় জানানো হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে একটি স্মৃতির মিনার নির্মিত হয়েছে। এছাড়া আন্দোলনের ঐতিহাসিকতা ধরে রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ স্থলের পাশে ‘প্রতিরোধ মিনার’ নির্মাণ করা হবে। কুবির শিক্ষার্থীদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি বাস উপহার দেওয়ারও ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।