Ridge Bangla

১১০ এসআই পদোন্নতি পেয়ে পুলিশের ইন্সপেক্টর

বাংলাদেশ পুলিশের ১১০ জন সাব-ইন্সপেক্টর (এসআই) পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) হয়েছেন ৬০ জন কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) হয়েছেন ৪৫ জন, এবং পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) হয়েছেন আরও ৫ জন কর্মকর্তা।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা এসব কর্মকর্তা নির্ধারিত যোগ্যতা যাচাই ও প্রক্রিয়াগত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই পদোন্নতির সুযোগ পেয়েছেন। এতে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনে গতি আসবে এবং কর্মকর্তাদের মনোবল আরও দৃঢ় হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের নির্ধারিত সময়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সদর দপ্তর আশা প্রকাশ করেছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা নতুন দায়িত্বে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

আরো পড়ুন