জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালীন নিবন্ধনের জন্য আবেদন করা ১০টি রাজনৈতিক দলের কার্যক্রম ও মাঠ পর্যায়ের উপস্থিতি আরও যাচাই করতে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে। ইসির প্রশাসনিক ১০টি অঞ্চলে এই দলগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
সূত্র জানিয়েছে, চলতি প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি প্রকাশ করলে ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণে উত্তীর্ণ না হওয়ায় সব দলকে পুনরায় সময় দেওয়া হয়। তবে বর্ধিত সময়েও ১২১টি দলের আবেদন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তা বাতিল করা হয়। পরবর্তী তদন্তে ২২টি দলের কার্যক্রম পর্যালোচনা করে আরও ৭টি দলের আবেদন বাতিল করা হয়। এরপর ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) ও জাতীয় লীগের নিবন্ধন অনুমোদন করা হয়।
এর পাশাপাশি একটি দলের বিষয়ে আদালতের রায় পর্যালোচনা করা হবে এবং দুটি দলের সচিবালয় পর্যায়ে কার্যক্রম যাচাই করা হবে। বাকি ১০ দলের ক্ষেত্রে মাঠ পর্যায়ে আরও বিস্তারিত তদন্তের সিদ্ধান্ত হয়েছে।
তদন্তের আওতায় থাকা ১০টি দল হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।