রাজশাহীর তানোরে নলকূপের ৩০–৩৫ ফুট গভীর গর্তে পড়ে আটকে থাকা দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি। দীর্ঘ ১০ ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে নিস্তারহীন এই উদ্ধার অভিযানে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাচंदर ইউনিয়নের কোয়েলহাট এলাকার ফসলের মাঠে খেলতে গিয়ে আকস্মিকভাবে ওই সরু গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ঘটনার পর থেকে স্কেভেটর ও পাওয়ার টিলার দিয়ে মাটি খোঁড়া, অক্সিজেন সরবরাহ এবং ক্যামেরা পাঠিয়ে শিশুর অবস্থান নির্ধারণসহ সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও। তবে রাত ১০টা পর্যন্ত শিশুটির অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু শামা জানান, সময় গড়িয়ে গেলেও তারা শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে শিশুটির মা ও স্বজনরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারি এবং উদ্বিগ্ন মানুষের ভিড়ে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
শিশুর মা সাংবাদিকদের কাছে জানান, “ছেলেটি আমার পেছনেই হাঁটছিল। হঠাৎ পা ফসকে গর্তে পড়ে যায়। ফিরে তাকাতেই শুনতে পাই, আমার ছেলে ‘মা, মা’ বলে ডাকছে।” এ কথা বলতে বলতে তিনি আবারও কান্নায় ভেঙে পড়েন।