Ridge Bangla

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর প্রয়োজনীয় সংশোধন শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

সোমবার (৪ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভোটার ডাটাবেইজে অন্তর্ভুক্ত যেসব নিবন্ধিত ভোটারের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে, তাদের সম্পূরক ভোটার তালিকা আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। একই সঙ্গে মৃত ভোটারদের নাম কর্তনের তালিকাও প্রকাশ করা হবে।

ইসি আরও জানায়, খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত ভোটারের নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং যেকোনো ত্রুটি সংশোধনের জন্য আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট।

২১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে সম্পূরকসহ চূড়ান্ত ভোটার তালিকা।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য মাঠপর্যায়ে তথ্য যাচাই ও তদারকি জোরদার করা হয়েছে।

আরো পড়ুন