Ridge Bangla

১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার খুব কাছে রোনালদো-মেসি

রেকর্ড কিংবা মাইলফলকে কে না নিজের নাম দেখতে চান? ইতিহাসে জায়গা পাওয়ার যে আলাদা এক মাহাত্ম আছে। প্রতিপক্ষ দল কিংবা ফুটবলারের রেকর্ডের সাক্ষী হওয়াটাও এক ধরনের গৌরব।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া থেকে খুব একটা দূরে নেই ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। চিরতরুণ কিংবদন্তি এই দুই ফুটবলারকে খেলার মাঠে দেখে বোঝার উপায় নেই যে তারা ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। এখনও একই রকম প্রাণবন্ত, গোল করছেন, করাচ্ছেন।

দুজনেই এগোচ্ছেন ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ডের দিকে—ক্যারিয়ারে ১০০০ গোল। এই দৌড়ে আপাতত কিছুটা এগিয়ে রোনালদো। শনিবারের পর তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫-এ। অর্থাৎ ১০০০-এর মাইলফলক ছুঁতে দরকার আর মাত্র ৫৫ গোল। এ মৌসুমে আল নাসরের হয়ে ৫ ম্যাচে করেছেন ৪ গোল। ধারাবাহিকতা বজায় থাকলে এ মৌসুমেই বা না হলেও পরের মৌসুমেই সেই মাইলফলক স্পর্শ করতে পারেন পর্তুগিজ তারকা।

মেসির গোলসংখ্যা এখন ৮৮২। অর্থাৎ ১০০০-এর ক্লাবে ঢুকতে তাকে করতে হবে আরও ১১৮ গোল। ধারণা করা হচ্ছে, প্রায় আড়াই মৌসুম লাগতে পারে আর্জেন্টাইন মহাতারকার। এখন প্রশ্ন হলো, তিনি কি ইন্টার মায়ামির হয়েই সেই কীর্তি গড়বেন, নাকি নিজের দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়ে!

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)-এর তথ্যানুযায়ী, পেশাদার ফুটবলে ৫০০ বা তার বেশি গোল করেছেন ২৬ জন খেলোয়াড়। এ তালিকার শীর্ষ দুই নাম স্বাভাবিকভাবেই রোনালদো ও মেসি। তৃতীয় স্থানে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, যিনি করেছেন ৭৬২ গোল। এরপর আছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও, তার গোলসংখ্যা ৭৫৬। পাঁচ নম্বরে রয়েছেন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস, যাঁর গোল ৭২৫।

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩২

আরো পড়ুন