হিন্দি টেলিভিশনের পরিচিত অভিনেত্রী জেসমিন ভাসিন এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন, যা বহু বছর ধরে গোপন রেখেছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, মুম্বাইয়ের জুহুতে একটি অডিশনের সময় কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাকে।
জেসমিন জানান, ওইদিন একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি একটি হোটেলে যান। সেখানে গিয়ে দেখেন লবিতে অনেক মেয়ে অডিশনের অপেক্ষায় রয়েছে। তিনি তাদের সঙ্গে বসে ছিলেন। অডিশন চলাকালে পরিচালক তার অভিনয় পছন্দ করছিলেন না। অডিশনের দৃশ্যটি ছিল প্রেমিককে আটকে রাখার, কিন্তু পরিচালক হঠাৎ হোটেলের রুম বন্ধ করে তাকে অশোভন কাজ করানোর চেষ্টা করেন।
“আমি অনেক চেষ্টা করেও বুঝাতে পারিনি। এরপর পরিচালক মদ্যপ অবস্থায় আমাকে ভয় দেখাতে শুরু করেন এবং ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিলেন। তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে পেরেছিলাম,” বলেন জেসমিন।
তিনি আরও জানান, প্রথমে পরিচালক চাইছিলেন তিনি পরের দিন ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করুক। কিন্তু পরবর্তীতে বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেছিলেন, “আজই অভিনয় করে দেখাতে হবে।”
জেসমিনের এই অভিজ্ঞতা কাস্টিং কাউচের জঘন্য দিক ফুটিয়ে তোলে। এ ঘটনায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশনে যাবেন না। অভিনেত্রীর এই মুখ খুলে দেয়া ঘটনা টেলিভিশন এবং চলচ্চিত্র জগতের গোপন অপকর্মের বিরুদ্ধে একটি সচেতন বার্তা হিসেবে গুরুত্ব পাচ্ছে।