Ridge Bangla

হেলিকপ্টারে বউ বাড়ি এনে স্বপ্ন পূরণ করলেন ট্রাক্টরচালক মাসুম

নেত্রকোনার মদন উপজেলায় হেলিকপ্টারে করে নতুন বউকে বাড়ি এনে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন ট্রাক্টরচালক মাসুম খান। শুক্রবার (৪ জুলাই) বিকেলে তিনি বর সেজে শ্বশুরবাড়ি থেকে নববধূ রিমা আক্তারকে নিজ বাড়িতে নিয়ে আসেন।

মাসুম খান মদনের নায়েকপুর পূর্বপাড়া গ্রামের মতিউর রহমান খানের ছেলে। আর নববধূ রিমা একই উপজেলার ফতেপুর ছত্রকোনা গ্রামের কৃষক আশাহিদ তালুকদারের মেয়ে। দুই গ্রামের দূরত্ব মাত্র ছয় কিলোমিটার হলেও মাসুম তার স্বপ্ন পূরণের জন্য হেলিকপ্টার ভাড়া করেন।

জানা যায়, জুমার নামাজের পর নায়েকপুরের মাঠ থেকে হেলিকপ্টারে করে উড়াল দেন মাসুম। ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেমে কনের বাড়ি যান। দুপুরের খাবার ও বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে চারটার দিকে বউসহ হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। বর-কনেসহ হেলিকপ্টারটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়।

বর মাসুম বলেন, “আমার ইচ্ছে ছিল বউকে হেলিকপ্টারে করে আনব। পরিবার ১ লাখ ৭২ হাজার টাকা খরচ করে সেই ইচ্ছে পূরণ করেছে।” মাসুমের বাবা মতিউর রহমান বলেন, “ছেলের ইচ্ছে পূরণ করতে পেরে আমরা খুব খুশি।” নববধূ রিমাও হেলিকপ্টারে চড়ে আসতে পেরে আনন্দিত।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি বলেন, “এটাই সম্ভবত মদন উপজেলায় প্রথম হেলিকপ্টারে বরযাত্রা। আমরা সবাই দারুণ উপভোগ করেছি।”

আরো পড়ুন