ছোটবেলার স্বপ্ন বাস্তবে রূপ দিলেন প্রবাসী হাফেজ মো. আতিক ফারাজি (২৩)। বিয়ের দিন হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে হাজির হয়ে তাক লাগিয়ে দেন জামালপুরের ইসলামপুর উপজেলাবাসীকে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
বর হাফেজ আতিক ইসলামপুর উপজেলার চর পুটিমারি ইউনিয়নের ৪নং চর ডিগ্রীচর গ্রামের মো. আব্দুল মজিদ ফারাজির ছেলে। কনে সাবরিনা খুশবু শিমু (১৯) একই উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের বাসিন্দা, মৃত আলহাজ খোরশেদ আলমের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বর ও কনের বাড়ির দূরত্ব মাত্র ১২ কিলোমিটার হলেও আতিক শখ পূরণের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে হেলিকপ্টার ভাড়া করেন। ভাড়া বাবদ ব্যয় হয় প্রতি ঘণ্টায় প্রায় এক লাখ টাকা।
এলাকাবাসীর মতে, চন্দনপুর গ্রামে এটাই প্রথম হেলিকপ্টার অবতরণের ঘটনা। তাও আবার বিয়ের বর হেলিকপ্টারে আসছে—এ দৃশ্য দেখতে শিশুসহ সকলেই ভিড় করেন মাঠে। অনেকেই ছবি তুলে স্মৃতিচিহ্ন সংরক্ষণ করেন।
হাফেজ আতিক বলেন, “ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। আজ সেটা পূরণ করতে পেরে খুব আনন্দিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টারে নিজের বাড়ির পথে রওনা হন আতিক।