দেশজুড়ে এসএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয়ের মধ্যেও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে অবস্থিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের স্কুল ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ এবারও ধরে রেখেছে শতভাগ সাফল্য। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে জেলার ২৭০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র এই প্রতিষ্ঠানই শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এ খবরে স্কুল সংশ্লিষ্টদের পাশাপাশি এলাকাবাসীর মাঝেও আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৫৬ জন শিক্ষার্থী—বাণিজ্য বিভাগে ৯ জন, মানবিকে ১৪ জন এবং বিজ্ঞান বিভাগে ৩৩ জন। পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয় এবং এর মধ্যে ২৮ জন জিপিএ-৫ অর্জন করে। গত বছরও একইভাবে শতভাগ পাসের পাশাপাশি ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।
২০০৬ সালে হুমায়ূন আহমেদ নিজ উদ্যোগে মাত্র ৪৮ শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল করে আসছে স্কুলটি। তাঁর মৃত্যুর পর প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন।
বর্তমানে স্কুলটিতে রয়েছে ৩১৯ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক এবং ৬ জন কর্মচারী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, “সারাদেশে ফল খারাপ হলেও আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি। জিপিএ-৫ কিছুটা কম হলেও আলহামদুলিল্লাহ।”
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক বলেন, “শিক্ষা ও সংস্কৃতিতে এই স্কুলের সাফল্য অনন্য। প্রশাসনের পক্ষ থেকে স্কুলের জন্য প্রয়োজনীয় সহায়তা থাকবে।”
জেলা শিক্ষা কর্মকর্তা স্বপ্না রানী সরকার বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, “নেত্রকোনা জেলায় একমাত্র শহীদ স্মৃতি বিদ্যাপীঠই শতভাগ সাফল্য ধরে রেখেছে। এ ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।”