Ridge Bangla

হিন্দি বলার অনুরোধে ক্ষুব্ধ কাজল, ভিডিও ভাইরাল হয়ে বিতর্কের জন্ম

ভারতে হিন্দি ভাষার আধিপত্য নিয়ে দেশজুড়ে বিতর্ক চলাকালীন, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল এবার ভাষা-সংক্রান্ত নতুন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। মুম্বাইয়ের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হিন্দিতে কথা বলার অনুরোধ করলে তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। ওই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে সমালোচনার ঝড় তোলে।

ঘটনাটি ঘটে যখন কাজল তার মা তনুজার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে ইংরেজি ও মারাঠিতে কথা বলছিলেন। তখন এক সাংবাদিক তাকে বক্তব্যটি হিন্দিতে অনুবাদ করে বলতে অনুরোধ করেন। জবাবে কাজল বলেন, “এখন আমাকে হিন্দিতে কথা বলতে হবে? যারা বুঝতে চায়, তারা বুঝবে।” তার এই মন্তব্য শুনে অনেকেই অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচকরা বলেন, হিন্দি সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কাজলের এই মনোভাব অকৃতজ্ঞতার পরিচায়ক এবং ভাষাবিদ্বেষী। কেউ মন্তব্য করেন, “যদি হিন্দিতে কথা বলা লজ্জার হয়, তাহলে বলিউডে থাকার দরকার নেই, দক্ষিণী সিনেমায় চলে যান।”

অন্যদিকে, বহু মারাঠি ভাষাভাষী ভক্ত কাজলের পক্ষ নিয়ে বলেন, প্রত্যেকেরই নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার আছে। তাদের মতে, কাজল ভাষার বৈচিত্র্য ও মর্যাদা রক্ষা করেছেন, যা কোনোভাবেই অপমানজনক নয়।

ভারতে ভাষা নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে দিল্লি পুলিশের এক নোটিশে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা নিয়ে সমালোচনা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, কাজলের এই মন্তব্য সেই বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। এই প্রসঙ্গে ভাষাগত সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরো পড়ুন