Ridge Bangla

“হাসিনা সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল”, সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া যে লেখা ছিল, সেটি মুছে দিয়েছিল। এর মানে হলো, হাসিনা সরকার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশের জনগণসহ সারা বিশ্বের জনগণকে ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, গাজায় চলমান ইসরায়েলি হামলায় জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত ইসরায়েলিরা আজ ফিলিস্তিনিদেরকে তাদের নিজ ভূমিতে পরবাসী বানাচ্ছে।

তিনি আরও বলেন, “এই গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্ব, বিশ্বের সকল পরাশক্তি নির্বিকার।” সালাহউদ্দিন আহমেদ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আওয়াজ তুলুন।” তিনি ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা প্রদানকারী দেশগুলোর প্রতি বার্তা দেন, যাতে তারা ইসরায়েলকে মারণাস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেয়। তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই অঞ্চলে যেন আর কোনো গণহত্যা চালানো না হয়।”

আরো পড়ুন