Ridge Bangla

হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের নাগরিক: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, কক্সবাজারের চকরিয়ায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেবল একটি দলীয় আয়োজন নয়, বরং গণতন্ত্রের সম্মেলনে পরিণত হয়েছে। তার দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। তাই আওয়ামী লীগ ও শেখ হাসিনার দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

শনিবার (২৩ আগস্ট) চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে দলটিকে নিষিদ্ধ করা উচিত। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছেন। ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে মানুষ রক্ত দিয়ে যাচ্ছে। এখন সেই রক্তের বিনিময়ে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি নজিরবিহীন নির্বাচন আয়োজন করে তরুণদের প্রত্যাশিত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। এ সময় তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা ভারতের পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক।

সম্মেলনে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন