Ridge Bangla

হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক করল অন্তর্বর্তীকালীন সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো বক্তব্য প্রচার বা প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, ফৌজদারি অপরাধে দণ্ডিত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে আদালতের নির্দেশ অমান্য করার শামিল বলেও উল্লেখ করা হয়। সরকারের দাবি, সম্প্রতি কিছু গণমাধ্যম আইন উপেক্ষা করে হাসিনার উস্কানিমূলক ভাষণ প্রচার করেছে। প্রেস উইং এসব কর্মকাণ্ডকে “অপরাধমূলক প্রচার” আখ্যা দিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমকে কঠোর সতর্কবার্তা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগের মুখে হাসিনা দেশ ত্যাগ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাঁকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন। প্রেস উইং পরিষ্কার জানায়, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই তাদের যেকোনো নেতা বা কর্মীর বক্তব্য সম্প্রচারও আইনত দণ্ডনীয় অপরাধ।

অন্তর্বর্তীকালীন সরকার মনে করে, শেখ হাসিনার বক্তব্য প্রচার দেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে। এ কারণে আইন অমান্যকারী গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন