নায়িকা পরীমণি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। গত ১০ আগস্ট তিনি ছেলে পূণ্যের তৃতীয় জন্মদিন পালন করেন। ছেলের জীবনের এই বিশেষ দিনে কোনো আয়োজনের ঘাটতি রাখেননি তিনি। তবে অনুষ্ঠানটির ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এবং কিছু ভ্লগে বাণিজ্যিকভাবে ব্যবহার হওয়ায় ক্ষুব্ধ হন নায়িকা।
এরপর তিনি ফেসবুকে পূণ্যের অসুস্থতার খবর জানান। থার্মোমিটারের একটি ছবি শেয়ার করে সন্তানের জ্বরের মাত্রা উল্লেখ করেন এবং ক্ষোভ প্রকাশ করে লেখেন, “ছেলের এমন জ্বর। যারা আজকে আমার মাথা গরম করছে তাদের একটারেও আমি ছাড়ছি না।”
রোববার (১৭ আগস্ট) পরীমণি আরও একটি রহস্যজনক পোস্ট দেন। তিনি লেখেন, “এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!” পোস্টের শেষে তিনি যোগ করেন, “বিস্তারিত আসছে।”
এই ইঙ্গিতপূর্ণ বার্তা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে—কেউ মন্তব্য করেছেন, “এই দেশে এমন অনেক কাহিনি আছে।” আবার কেউ অনুমান করছেন, পরীমণি হয়তো কোনো হাসপাতালের অব্যবস্থাপনা বা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছেন।
তাঁর পোস্টের ভাষা থেকে বোঝা যাচ্ছে, শিগগিরই তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবেন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। এদিকে ভক্ত ও দর্শকদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট, পরীমণির এই রহস্যময় বার্তা শুধু বিনোদনজগত নয়, সামাজিক ও স্বাস্থ্যগত দিক নিয়েও আলোচনার জন্ম দিয়েছে।