জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ভর্তি থাকার এক মাসের পর হাসপাতাল ছাড়লেন। হার্টের জটিল ব্লক থাকার পর বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরার পথে এ তথ্য জানানো হয়।
জামায়াত আমিরের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেন, “বাইপাস সার্জারির পর তার আরোগ্য দ্রুত হয়েছে এবং তিনি এখন নিজ বাসায় রয়েছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং এক মাসের মধ্যে জনসম্মুখে নিয়মিত রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে সক্ষম হবেন।”
উল্লেখ্য, গত ২ আগস্ট কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে জামায়াত আমির ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানেই সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়। এরপর ৫ আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে অবস্থান করলেও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তার দ্রুত সেরে ওঠায় দলের নেতাকর্মীরা আশাবাদী।
হাসপাতাল ত্যাগের সময় রাস্তার দু’পাশে জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত থেকে হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানিয়ে সমর্থন জানান। চিকিৎসকরা জানিয়েছেন, ডা. শফিকুর রহমানের সামগ্রিক শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল এবং সুস্থ হতে থাকলে তিনি শিগগিরই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ফিরে আসতে পারবেন। এদিকে, জামায়াত নেতা ও চিকিৎসকরা একযোগে দাবি করেছেন, তিনি পর্যাপ্ত বিশ্রাম নিয়ে চিকিৎসা অব্যাহত রাখবেন এবং দলের সঙ্গে আবারও সক্রিয়ভাবে যুক্ত হবেন।