হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশানের বাবা, প্রখ্যাত পরিচালক ও প্রযোজক রাকেশ রোশান। বুধবার (১৬ জুলাই) তাঁর শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। যদিও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
রাকেশ রোশানের কন্যা সুনয়না রোশান জানান, তাঁর বাবার একটি অ্যাঞ্জিওপ্লাস্টি (হৃদযন্ত্রের রক্তনালী পরিষ্কারের অস্ত্রোপচার) করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং রোগীর বর্তমান অবস্থা সন্তোষজনক। দ্রুত আরোগ্যের জন্য তাঁকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে রাকেশ রোশানের পাশে রয়েছেন তাঁর স্ত্রী পিঙ্কি রোশান, কন্যা সুনয়না, পুত্র হৃতিক রোশন এবং হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। পরিবারের সদস্যরা নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তার আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।
রাকেশ রোশান দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পরিচালক, প্রযোজক এবং অভিনেতা হিসেবে তাঁর ভূমিকা দর্শক এবং ইন্ডাস্ট্রিতে প্রশংসিত। তাঁর হঠাৎ অসুস্থতার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকদের আশ্বাসে সবাই এখন অপেক্ষা করছেন তাঁর দ্রুত সুস্থতার খবরের।